আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার অপপ্রচার-"মুসলমানরা মৌলবাদী ও সন্ত্রাসী"(পর্ব-১)

চাই একটি সুন্দর বসুন্ধরা

মিডিয়া বা প্রচার মাধ্যমগুলোর মুসলিম আক্রমণের সেরা অস্ত্র- "মুসলমানরা মৌলবাদী ও সন্ত্রাসী" (পর্ব-১) যখনই ধর্ম বিশ্বাস সক্রান্ত কোন কথা হয়, তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুসলিমদের প্রতি এই প্রশ্নটি ছুঁড়ে দেওয়া হয়- "অধিকাংশ মুসলিম মৌলবাদী বা সন্ত্রাসী কেন?" প্রচার মাধ্যমগুলো অত্যন্ত সুপরিকল্পিত এ বিরামহীনভাবে বিভিন্ন ভুল ও মিথ্যা তথ্য সহকারে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে এ প্রচারণাকে সেরা অস্ত্র হিসেবে চালিয়ে যাচ্ছে। আসলে এ ধরণের ভুল তথ্য ও মিথ্যা প্রচারণা দ্বারা মুসলমানদেরকে বর্বর ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কার হচ্ছে এবং অন্য ধর্মানুসারীদেরকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। চলুন "মৌলবাদ (Fundamentalism)" ও "সন্ত্রাসবাদ (Terrorism)"- এর অভিযোগ দুটি পর্যালোচনা করা যাক। ১. মৌলবাদের সংজ্ঞাঃ- 'মৌলবাদী' এমন এক ব্যক্তি, যে অনুসরণ ও আনুগত্য করে তার চিন্তা ও বিশ্বাসের মূলনীতির। একজন লোক যদি ডাক্তার হতে চায়, তাকে অবশ্যই মেডিসিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং ঔষধের (মিডিসিনের) মৌলিক কার্যকারিতা সম্পর্কে জেনে চিকিৎসার ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে।

অন্য কথায় ঔষধের (মিডিসিনের) ক্ষেত্রে তাকে 'মৌলবাদী' হতে হবে। একইভাবে যে গণিতশাস্ত্রে পারদর্শী হতে চায়, তাকে অবশ্যই গণিতশাস্ত্রের মূলনীতি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী অনুশীলন করতে হবে। বলা যায় যে, তাকে অবশ্যই গণিতশাস্ত্রের ক্ষেত্রে 'মৌলবাদী' হতে হবে। যে ব্যক্তি ভাল বিজ্ঞানী হতে চায়, তাকে অবশ্যই বিজ্ঞানের মূলনীতি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী অনুশীলন করতে হবে। আর তাকে অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে 'মৌলবাদী' হতে হবে।

২. সকল মৌলবাদী একরকম নয়ঃ- সকল মৌলবাদীর ছবি একই রং-তুলিতে আঁকা যাবে না। সকল মৌলবাদীকে তাই একই শ্রেণীতে ফেলে ''সব মৌলবাদী ভালো অথবা সব মৌলবাদী খারাপ" একথা বলা যাবেনা। মৌলবাদীর শ্রেণীবিন্যাস নিভর করে, কোন ব্যক্তি যে বিষয়ের ভিত্তিতে মৌলবাদী বলে চিহ্নিত হয়েছে, সে বিষয় ও তার কার্যাবলীর উপর। একজন 'মৌলবাদী ডাকাত' বা একজন 'মৌলবাদী চোর' সমাজের জন্য অবশ্যই ক্ষতিকর। এ জাতীয় মৌলবাদী সমাজে অনাকাক্ষিত।

অপরদিকে একজন 'মৌলবাদী ডাক্তার' সমাজের জন্য উপকারী। তাই 'মৌলবাদী ডাক্তার' সমাজে কাংক্ষিত এবং সম্মানিত। ৩. আমি একজন "মুসলিম মৌলবাদী" হতে পারলে গর্ব বোধ করবোঃ- আল্লাহর রহমতে আমি ইসলামের মূলনীতিসমূহ মোটামুটি জানি ও বুঝি। যদি আমি তা সাধ্যমত পরিপূর্ণভাবে পালন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইসলামের মূলনীতিসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে। তাই একজন সত্যিকারের "মুসলিম মৌলবাদী" হতে পারলে আমি অবশ্যই গর্ববোধ করবো ও মহান আল্লাহ তা'য়ালার দরবারে লাখো-কোটি শোকরিয়া জ্ঞাপন করবো।

কেননা আমি জানি, ইসলামের মূলনীতিসমূহ বিশ্ব মানবতার জন্যে কল্যাণকর। মানব জাতির স্বার্থের পক্ষে ক্ষতিকর, ইসলামে এমন একটিও মূলনীতি নেই। অনেক মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে এবং ইসলামের কিছু কিছু শিক্ষাকে তারা অলেৌকিক ও অবিচারমূলক বলে মনে করে। এটা ইসলাম সম্পর্কে তাদের অপ্রতুল ও ভুল জ্ঞানের কারণে হয়েছে। একজন মানুষ যদি মুক্তমনে সূক্ষভাবে ইসলামের শিক্ষাগুলোকে বিচার বিশ্লেষণ করে, তাকে প্রকৃত সত্য স্বীকার করতেই হবে যে, ইসলাম ব্যক্তি ও সমষ্টি উভয় পর্যায়েই মানব কল্যাণের জন্য অনন্য বিধান।

মূলঃ ডা. জাকির নায়েক। চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.