আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রর নতুন ভার্সনে ইউনি-বিজয় লে-আউট সংযুক্তকরণ

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল...
অভ্র কি-বোর্ডের পুরনো ভার্সনে ইউনি বিজয় লে-আউটটি ছিল। ফলে যারা বিজয় টাইপিং এ অভ্যস্ত তারা খুব সহজেই অভ্র ব্যবহার করে বিজয়-এর মত টাইপিং করতে পারতেন। কিন্তু নতুন অভ্র সফটওয়্যাএর ইউনি বিজয় লে-আউট টি না থাকাতে যারা অভ্র'র লেটেস্ট ভার্সন ব্যবহার করেত চান তারা খুব সমস্যায় পড়েন। আমি নিজেও বিজয় লে-আউট ব্যবহার করার জন্য অভ্র'র লেটেস্ট ভার্সন ইউজ করতে পারিনি, কারণ নতুন ভার্সনে ইউনি-বিজয় লে-আউটটি নেই।

অভ্র'র ৫.১ ভার্সনে ইউনি বিজয় লে-আউটটি সংযুক্ত করা যায়। ফলে নতুন ভার্সন ব্যবহার করেও আপনি বিজয় টাইপিং এর স্বাদ পাবেন। প্রথমে এখান থেকে অভ্র'র ৫.১ ভার্সনটি নামিয়ে নিন (৫.১ এর পরের ভার্সনে ইউনি বিজয়ের এই লে-আউটটি ব্যবহার করা যায় কিনা আমি জানিনা)। অভ্র ৫.১ ইন্সটল করার পর এখান থেকে ৭৮০ কিলোবাইটের ইউনিবিজয় লে-আউট সফটওয়্যারটির জিপ ফাইল ডাউনলোড করতে হবে। ইউনি-বিজয় লে-আউটটি ডাউনলোড করার পর এটিকে আনজিপ করুন।

আনজিপ করা ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পর ইন্সটল করুন। এবার আপনার পিসি রি-স্টার্ট করুন। ব্যাস, আপনার কাজ শেষ, এবার বিজয় ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ডেও অভ্র ব্যবহার করে বাংলা টাইপিং করতে পারবেন। তাই, জব্বার কাকাকে বিদায় জানিয়ে অভ্রতেই উপভোগ করুন ইউনি-বিজয় টাইপিং। পুনশ্চ: ইউনি বিজয় লে-আউটটি সংযুক্ত করার পর প্রথম প্রথম "আ-কার", "ই-কার" নিয়ে একটু সমস্যা হয়, এটা সাময়িক, চিন্তিত হবার কারণ নেই।

কিছুক্ষণ পরেই পরে আবার ঠিক হয়ে যায়। নিশ্চিন্ত থাকুন, এই লে-আউট ৯৯.৯৯ % সফলভাবে কাজ করে। (শুধুমাত্র বিজয়ে অভ্যস্তদের জন্যই আমার এই হালকা টেকি পোস্ট। আমি নিজেও অনেক খুঁজে লে-আউটের বিষয়টি কোথাও পাইনি। দৃষ্টতার জন্য তাই টেকি ব্লগারদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.