পাখি এক্সপ্রেস
অভ্র কেবল একটি সফটওয়্যার নয়, খুব হৃষ্টপুষ্ট একটি আন্দোলনের নাম। ভাষা ব্যবসায়ীদের বিরুদ্ধে সফল প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে সবুজ স্বাধীনতার অভ্র। সারা বিশ্বে যখন নিজস্ব ভাষায় অপারেটিং সিস্টেম, নিজস্ব ভাষার রাইটিং টেকনোলজির র্যাচপিড ডেভেলপ হচ্ছে, সেখানে বাংলাদেশের কথিত আইটি ফাদাররা কপিরাইট টেনশনে ভুগে ভুগে স্বাস্থ্য হারাচ্ছেন। আমাদেরকে নির্লজ্জ প্রমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা ব্যর্থ।
এ ব্যর্থতার একমাত্র কারণ ও সগর্ব প্রমান হচ্ছে অভ্র। কম্পিউটার অন করার পর F12 প্রেস করা এখন অনেকেরই অন্যতম প্রধান কাজ। আমি যেভাবে লিখতে চাই, অভ্র আমাকে সেভাবে লেখায়। এর চাইতে ভালো বন্ধু আর কিছুই হতে পারে না। আমাদের এই বন্ধুকে যারা শৈশবেই মেরে ফেলতে চায়, তারা হয়তো অভ্র’র শক্তি সম্পর্কে ধারনাই রাখে না।
স্বাধীনতাকামী কোন কিছুরই মৃত্যু ঘটে না। অভ্র টিকে থাকবে তার নিজ শক্তিতে, আলোর প্রখরতায়।
বাঁধ ভাঙার আওয়াজ বাংলা ভাষায় প্রথম কমিউনিটি ব্লগের সূচনা ঘটায়। এখানে ব্যবহৃত বাংলা লেখাগুলো ইউনিকোড সাপোর্টেড। অভ্র আর বাঁধ ভাঙার আওয়াজ একই ট্রেনের একই বগির যাত্রী।
বলা চলে আত্মার আত্মীয়। এই ব্লগ সাইটের ব্লগাররা দাবি জানাচ্ছে অভ্রকে সাপোর্ট করতে কর্তৃপক্ষের যেকোন নান্দনিক এবং ফলপ্রসু ভূমিকার। আমি বলছি না যে, কবলমাত্র একটি ব্যানার ঝুলিয়ে দেয়াই যথার্থ হতে পারে। আরো সমৃদ্ধ, আরো সুপরিকল্পিত কোন উদ্যোগ প্রত্যাশা করি। একজন সাধারণ ব্লগার হিসেবে “জানা” নিক থেকে অথবা কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশবোর্ড নিক থেকে একটি আলোচনা পোস্ট দিয়ে ব্লগারদেরকে আলোচনা করার সুযোগ দেয়া হোক এবং তার প্রেক্ষিতে “ভূমিকা” নির্ধারণ করা হোক।
আশাকরি সাধারণ ব্লগাররা এ বিষয়ে তাদের মতামত জানাবেন।
=======
যারা এখনও অভ্র ব্যবহার করেন না, বা করতে গিয়ে ঝামেলায় পড়েন, তাদের জন্য আমার করা একটি টিউটোরিয়াল ভিডিও :
http://www.youtube.com/watch?v=OgWn6dn09BY
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।