এইটা আমার পারসোনাল ব্লগ, কারো ভাল না লাগেল দুঃখিত
বিজ্ঞানের বদেৌলতে হচ্ছে কতোনা কিছু। বেলুনের ন্যায় হালকা পরিবেশবান্ধব আকাশযান তথা এয়ারশিপ এতোদিন অনেকেই পুরাতন টুপি হিসেবে নামকরন করেছেন। তাদের এ নামকরনের যথার্থ উল্টা জবাব মিলবে এবার। কিছুদিনের মধ্যেই মালামাল পরিবহনের জন্য এ এয়ারশিপ ব্যবহৃত হবে। এর ল্যান্ডিং এর জন্য লাগবে না কোন রানওয়ে।
প্রতিটি এয়ারশিপ ২০০ টন পর্যন্ত মালামাল ব্যবহার করতে পারবে। স্কাইলাইনার নামের এ এয়ারশিপ তৈরি করেছে একটি ব্রিটিশ কোম্পানি। এর পরিবহন খরচও আসবে কম। সবমিলিয়ে পরিবহন খাতে এটি বিশেষ পরিবর্তন আনবে। যে সব অঞ্চলে কার্গো দ্বারা পরিবহন সম্ভব নয়, সেখানে এটি গুরুত্বপূর্নূ ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তপক্ষ।
এখন শুধু দেখার পালা।
তথ্যসুত্র :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।