চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ভারতীয় মদসহ বেশ কিছু মালামাল আটক করেছে বিজিবি। আজ রবিবার বিভিন্ন সময়ে গোপন সংবাদে এসব মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ লাখ ৫৭ হাজার ২৬০ টাকা বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার কয়েকটি সীমানেত্ম গোপন সংবাদে অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ভারতীয় মদ, ৪০ কেজি ভারতীয় জিরা, ১৫০ কেজি ভারতীয় নিম্নমানের সার, একটি বাইসাইকেলসহ বেশ কিছু মালামাল আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। আটককৃত মালামালের মূল্য ২ লাখ ৫৭ হাজার ২৬০ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।