রাজশাহী নগরীতে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেইন গেটের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় জিরা, ২০টি পেন্টা স্কাই ফ্লাস, দুই হাজার ৭৭২টি ইলেকট্রিক ক্রাকার্স এবং এক হাজার ৪২৮টি বুড়ীমার চকলেট বোম্ব জব্দ করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, জব্দকৃদ এসব মালামালের সিজার মূল্য এক লাখ ২৫ হাজার ৭০০ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।