বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলির রেজাল্ড হিসেবে আমি বিশ্বকাপের অন্যতম দাবীদার টপ নাইন নির্বাচন করলাম।
১. সাউথ আফ্রিকা:
এবারের বিশ্বকাপের অন্যতম প্রধাণ দাবীদার আমার মতে সাউথ আফ্রিকা। যে কোনো দলের জন্যে মহাবিপদজনক দল এটা।
২. ভারত:
অন্য কোনো কারণে না, বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপ। বিপক্ষ দল ৩৫০ রান করলেও জয়ের আশা করতে পারবে না।
৩. অস্ট্রেলিয়া:
যদিও দলটি কেমন যেনো নীরব হয়ে গেছে। মনে হয় যেনো ডায়রিয়া রোগে আক্রান্ত। ওর-স্যালাইন নিয়মিত খাওয়ানো হইতেছে। রোগমুক্তি বিশ্বকাপের খেলার সময় হয়ে গেলে অন্য যে কোনো দল বঙ্গপোসাগরে হাবুডুবু খাইবে তাতে কোনো সন্দেহ নাই।
৪. শ্রীলংকা:
যেহেতু এশিয়া মহাদেশে খেলা, শ্রীলংকাকে আমার কাছে ভয়ংকর টিম বলেই মনে হয়।
৫. বাংলাদেশ:
এবারের বিশ্বকাপের নতুন দাবীদার একমাত্র টিমটি হলো বাংলাদেশ। যে কোনো দলের ১২ টা বাজায় দিতে পারে এ দলটি। তবে কিন্তু আছে। অবশ্যই বাংলাদেশ টিম আশরাফুলহীন হতে হবে। আশরাফুলকে সাথে নিয়ে খেললে বাংলাদেশ টিমের ২য় রাউন্ডে উঠাই মুশকিল হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই।
আর বাংলাদেশ মাশরাফিকে মনে করবে প্রতিটি খেলায় কমপক্ষে নয় হাজার নয়শ একানব্বইবার।
৬. পাকিস্তান:
পাগলা ঘোড়া। যদি একবার লাইন পায় তাইলে বিশ্বের যে কোনো দলকে জামাল গোটা খাওয়ায় দিতে সক্ষম। আর জামাল গোটা খাইলে অন্য যে কোনো দলের কয়দিন টয়লেটে থাকতে হয় কে জানে
৭. ইংল্যান্ড:
ওয়ানডে বিশ্বকাপ এখনো পায়নি ওরা। তাই পেটে ক্ষুধার চাপ থাকবে।
এই চাপে কি করে বসে কিছুই বলা যায় না।
৮. নিউজিল্যান্ড:
বাংলাওয়াশের পরে কেমন যেনো হয়ে গেছে দলটি। এর আগে হোয়াইটওয়াশ হইছে বহুবার, কিন্তু এই প্রথম বাংলা ওয়াশ। স্বাভাবিক কারণেই হঠাৎ হঠাৎ বাংলাওয়াশের কথা মনে পড়ে দলটির খারাপ অবস্থা হতে পারে। মনোরোগ চিকৎসক নিয়োগ করা হয়েছে।
কে জানে কখন কি হয়ে যায়।
৯. ওয়েস্ট ইন্ডিস:
ওয়েস্ট ইন্ডিসের খেলার সময় সকালে সূর্য কোন দিক দিয়া উঠে তার উপর নির্ভর করছে দলটির জয় পরাজয়। যদি পশ্চিম দিক দিয়া হঠাৎ উইঠা যায় তাইলে আমি নিশ্চিৎ এই দলটিই এবার বিশ্বকাপ জিতবে।
আশা করি আমার সাথে সবাই একমত হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।