সরকার শেয়ার কেনার জন্য দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানকে তহবিল দিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এদেরকেই এই তহবিল দেওয়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কেনার জন্য সরকার আইসিবিকে ২০০ কোটি টাকা দেবে। সরকার বাকি চারটি প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নিদেশ দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।