আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ডিজাইন নিয়ে আসলো ফেসবুক পেজ

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

গত ডিসেম্বরে প্রোফাইল পেজে পরিবর্তন নিয়ে আসার পর ফেসবুক এবার নতুন ডিজাইন নিয়ে আসলো ফেসবুক পেজ-এ। যে কোনো বিষয়ের উপর তৈরি করা ফেসবুক পেজের ডিজাইন নতুন করে করায় এটি দেখতে হবে অনেকটা প্রোফাইল এর মতোই। নতুন ডিজাইনের পেজেও থাকবে ছবির প্রাধান্য। আর ব্যবহারকারীর জন্য এটি পরিচালনা করা হবে আগের চেয়েও সহজ। নতুন ডিজাইন নিয়ে আসার পাশাপাশি ফেসবুক পেজে সবচেয়ে বড় যে পরিবর্তনটি নিয়ে আসা হয়েছে, তা হলো- এখন থেকে যে কোনো পেজের অ্যাডমিনস্ট্রেটর সেই পেজেই সরাসরি লগ ইন করতে পারবেন।

এর মাধ্যমে ওই পেজ থেকেই সে অন্যান্য পেজে বা পাবলিক ইউজার প্রোফাইলে মন্তব্য করতে পারবেন। এতে যুক্ত হয়েছে নতুন ধরনের নোটিফিকেশন ফিচার যা পেজে ব্যবহারকারীর কাজ কর্ম সহজ করে দেবে। এখন থেকে যে কোনো পেজের অ্যাডমিনিস্ট্রেটরের জন্য পেজের যাবতয় কাজকর্ম পরিচালনা অত্যন্ত সহজ হবে নতুন পেজে ডিজাইনে। ফেসবুক পেজে সরাসরি লগ ইন করার সুবিধা যুক্ত থাকায় পেজের সাথে সংশিস্নষ্ট ফেসবুক ব্যবহারকারীদের সাথে পেজের যোগাযোগটা ভালো হবে। ফেসবুক পেজ নতুন রূপে আসায় আরও একটি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

অনেক ফেসবুক ব্যবহারকারীই ফেসবুকে ব্যক্তিগত এবং প্রফেশনাল সম্পর্কগুলোর জন্য পৃথক পৃথক প্রোফাইল তৈরি করে থাকেন। যদিও একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকাটা ফেসবুক নীতিমালা বিরোধী। এক্ষেত্রে সহায়তা করতে পারে নতুন ডিজাইনের পেজ ব্যবস্থা। ব্যক্তিগত প্রোফাইলকে ব্যক্তিগত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রেখে প্রফেশনাল যোগাযোগগুলো ফেসবুক পেজের মাধ্যমে সম্পাদন করার সুযোগ থাকছে। আর পেজগুলোর জন্য আগের 'লাইক' বাটনগুলো থাকবে না।

পেজের ওয়ালেও নিয়ে আসা হয়েছে বড় ধরনের পরিবর্তন। এখন থেকে ডিফল্ট হিসেবে ফেসবুক পেজে এর সব ব্যবহারকারীর পোস্টই দেখাবে। পাশাপাশি রয়েছে ওয়াল ফিল্টার যার মাধ্যমে কেবল পেজ কর্তৃক প্রদত্ত পোস্টগুলো দেখানোরও ব্যবস্থা থাকবে। তবে ডিফল্ট সেটিং এর মাধ্যমেই পেজের ফ্যানদের অনেক বেশী গুরুত্ব দেয়া হয়েছে। নতুন ফিচার হিসেবে পেজে যুক্ত হয়েছে নিজস্ব নিউজ ফিড তৈরির সুবিধা।

এখন থেকে পেজের নোটিফিকেশনেও যুক্ত হয়েছে নতুন ফিচার। এর মাধ্যমে পেজে যুক্ত সকলের কর্মকান্ড যেমন তাৎক্ষণিকভাবে দেখা যাবে, তেমনি পেজের ফ্যানরাও পেজ এর বিভিন্ন কর্মকান্ডের খবর তৎক্ষণাৎ দেখার সুযোগ পাবে তাদের নোটিফিকেশনে। আর প্রোফাইলের মতো পেজেও গুরুত্ব দেয়া হয়েছে ছবিকে। পেজের অ্যাডমিনিস্ট্রেটর বা ব্যবহারকারীদের ছবিগুলো এখন থেকে প্রোফাইল এর মতোই গুরুত্ব দিয়ে দেখানো হবে। আর পেজে ছবি আপলোডের সুযোগও থাকছে বেশী।

ডিসেম্বরে একবার নতুন এই পেজ চালু করলেও তা বন্ধ করে দেয়া হয় আরো উন্নত করার জন্য। এবার তা উন্মুক্ত হলো সকলের জন্য। দেখা যাক, নতুন ডিজাইনের পেজ কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে । সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.