আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই
চাকুরীতে জয়েনের পর আমার নামে আমার বস একটা একাউন্ট খুলে ব্যবসা করতে লাগলো.....
বস বলে কথা তাই আমি কিছু না বলে শুধু সাইন দিয়ে গেলাম.....
২ বছর পর আসল জিপি বললাম আমিও ছাড়ব....
ছাড়লাম.....
পাইলাম.....
ব্যাস শুরু আমার শেয়ার ব্যবসা। চাকুরীর পাশাপাশি কিছু বাড়তি টাকা কামানোর ধান্ধায় বিভিন্ন বোনাস গুলো নিয়ে ঢুকাতে লাগলাম সেখানে...এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে একটা লোন নিয়ে পুজি প্রায় দ্বিগুন করলাম...কিছুদিন পরই আমার খুবই সম্মানিত একজন যার অনেক কিছুই আমি মডেল হিসেবে অনুসরণ করি তিনি বললেন শেয়ার ব্যবসা থেকে সরে আসতে......কিন্তু তা সম্ভব নয় তাই....শেয়ার ব্যবসার টেকনিক চেঞ্জ করলাম!!!!
১. সব শেয়ার বিক্রি করে মাত্র ০৪ টা কোম্পানীর শেয়ার রাখলাম।
২. শেয়ার হাউজে যাওয়া বন্ধ করলাম।
৩. ওয়েব সাইটে শেয়ার দেখা বাদ দিলাম।
৪. শেয়ার সংক্রান্ত আলোচনা এড়িয়ে যেতে লাগলাম।
৫. অর্থাৎ বাজারে পুজি থাকলেও আমি নেই
এরপর কেটে গেল ১৫ দিন শুরু হলো ক্রমাগত দরপতন.....একের পর এক সার্কিট ব্রেক....কলিগরা টেনশনে.....আমি নির্বিকার....
কারনঃ
১. শেয়ায় ব্যবসায় আমার সব টাকা খোয়া যেতে পারে এমন মনোভাব নিয়েই আমি নেমেছিলাম..
২. আগেই জেনেছিলাম এখানে হিসাবের পাশাপাশি ভাগ্য লাগে। আর এটার নিয়ন্ত্রন গুটিকয়েক ব্যবসায়ির হাতে।
৩. আমার মোট পুজি খুব বেশী ছিলনা....আমার সর্বমোট মাসিক আয়ের ১০ গুনের মতো হবে।
৪. আরও কিছু ব্যাক্তিগত বিশ্বাস যা বির্তকের সৃষ্টি করতে পারে।
প্রায় ২/২.৫ মাস পর বর্তমান অবস্থাঃ
খুবই করুন পত্রিকা দেখে খুব খারাপ লাগে।
রাস্তায় গাড়ি ভাংচুর!! ঐ গাড়ী মালিকের কি দোষ....তার গাড়ি কেন ভাঙ্গা হলো....হ্যা শেয়ার মার্কেটের লসে আপনার মাথা খারাপ..?? বাহ আপনার লেজ কাটা গেছে বলে সবার লেজ কাটাবেন? চমৎকার...!!!
আমি শেয়ার তেমন একটা বুঝিনা তবু্ও একটা প্রশ্ন না করে পারছিনা...যদি আপনার সাহস না না থাকে আপনি কেন ১০ টাকার শেয়ার ২০ টাকা কেনেনে? আবার যখন কিনেই ফেললেন তা যখন ৪০ টাকায় গেল কেন বিক্রি করলেন না...? বেশী লাভের আশায়.....? আবার যখন এটা যখন ২৫ টাকায় আসলো তখন আপনার মাথা গরম আপনার (৪০-২৫)= ১৫ টাকা লস...? আরে ভাই আপনার ক্রয়মুল্য কতো...? আপনি তখন কেন বিক্রি করলেন না...? ১৫ টাকা লস বলে...? তখনও ৫ টাকা লাভ সেটা দেখলেন না..? আর এখন আপনার পুজিতে টান পড়েছে বলে কাঁদছেন..কিন্তু সময়ে বিক্রি করলে আর যাই হোক আপনার পুজিতে টান পড়তো না।
আমার কেনা কিছু শেয়ারের বর্তমান অবস্থাঃ
ফেডারেল ইন্সু-------কেনা ২৩৪/---------এখন------১২৫/--------
সিটি ব্যাংক-----------কেনা ১০৭০/---------এখন------৬১০/------
এক্সিম ব্যাংক---------কেনা ৭৮/---------এখন------৪৩/------
বিজিআইসি----------কেনা ৮৮/---------এখন------৪৮/------
কেন আমার টেনশন নেই....
কারন আমি ব্যাংকে টাকা না রেখে এখানে ইনভেস্ট হিসেবে টাকাগুলি রেখেছি। যা প্রায় সবগুলোই এ গ্রেড তাই প্রতি বছর কমপক্ষে ১০%-২০% কিছু না কিছু দেবে...সো ০৫ বছর পরে...আশারাখি...যে মোট ইনভেস্টের অন্তত ৬ গুন ফেরত পাবো। কিন্তু বর্তমানের দ্রব্যমুল্যের হারের জন্য ৬ গুন হলেও সেটা হয়তো ৩ গুনের হিসেব হবে তাওতো ব্যাংকের তুলনায় অনেক.....আর যদি না পাই তাতেও কোন সমস্যা নেই.....কারন আমি ভুলে থাকার চেষ্টা করি যে আমার কোন শেয়ার আছে।
বিঃ দ্রঃ উপরের লেখাটি লেখকের একান্তুই নিজস্ব অভিমত।
এ থেকে কারো কোন রাগ-ক্ষোভ-......+...... তৈরী হলে তা একান্তই অনিচ্ছাকৃত কাকতালীয় মাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।