আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাও বাবা!

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ

৬ ফেব্রুয়ারী। অফিস থেকে ঘরে ফেরার পর রাত সাড়ে ১০ টায় গ্রামের বাড়ী থেকে মা'র ফোন। তোর বাবার অসুস্থতা বেড়ে গেছে। বাবা ১৪দিন ক্লিনিকে ছিলেন। তথাকথিত চট্টগ্রামের বড় বড় ডাক্তাররা কিছুই ধরতে পারলেন না।

বাবার হাত-পা ফুলে যাচ্ছে। কষ্ঠ পাচ্ছে বাবা। দিন যতই যাচ্ছে বাবার অবস্থা খারাপ হচ্ছে। বাবা এক পর্যায়ে মা'কে জিজ্ঞেস করলেন..রবিউল আওল মাস কখন ঢুকবে। মা বললেন, আর কয়েদিন পর।

বাবা বললেন, আমাকে বাড়ী নিয়ে চল। ১৪ দিনে ক্লিনিকের বিল উঠেছে ৬৫ হাজার টাকা। মনের মতোন সেবা পাচ্ছি না। ডাক্তাররা বিল তোলাতেই ব্যস্ত। তাই কঠিন সিদ্ধান্ত নিয়ে বাবাকে বাড়ী নিয়ে গেলাম।

৪ফেব্রুয়ারী বাবাকে নিজের হাতে গোসল করালাম। বাবা অনেকটা অচেতন। মাঝে মধ্যে ডেকে উঠেন। রবিউল আওল মাসের তিন দিনের মাথায় ৬ ফেব্রুয়ারী রাত ১২ টায় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আজ ভালোবাসা দিবসে বাবার প্রতি রইল ভালোবাসা।

বেচেঁ থাকতে বাবার জন্য আরো কিছু করার ছিল এমনটি মনে হয় এখন। বাবার স্মৃতিগুলো এখন মনে পড়ে। আমার ছোট ছোট সন্তানরা যখন বলে, দাদু ভাই কি আর কখনও ফিরে আসবে না..তখন মনকে সান্তনা দিতে পারি না। আজকের যে সমাজ তাতে দেখি কতো কিছু, অন্যায়, অবিচার, দুর্নীতি। অথচ আমার বাবাকে কোন কিছুই স্পর্শ করতে পারে নি।

কোনদিন অন্যায়ের কাছে মাতা নথ করেনি। আজকে সত্যি এমন বাবা হওয়া কঠিন। আমরাও কি পারবো? যাদের বাবা এখনও বেচেঁ আছেন তাদের প্রতি অনুরোধ, আপনার বাবার পাশে থাকেন, হয়ত মূল্য এখন বুঝা যাবেনা। হারানোর পর উপলদ্ধি করা যায়, কত বড় একটি ছায়া জীবন থেকে সরে যায়। মাটির কবরে তুমি ঘুমাও বাবা..আমি সবসময় তোমার জন্য দোয়া করি।

যাবার সময় তুমি অনেক কষ্ঠ পেয়েছো। এমন কষ্ঠ যেন সৃষ্টিকর্তা আর কোন বাবাকে না দেয়....আজকের এ দিনে এটাই প্রার্থনা..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।