আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাও তুমি ঘুমাও ও জান...

আমার মন খারাপের পরেও, আমি আছিরে তোর পাশে...

এই লেখাটা ব্লগার "প্রতীক্ষা" কে উদ্দেশ্য করে। আমি যেহেতু তার ব্লগে যেতে পারছিনা এখনও। আমি দেখেছি তিনি আমার ব্লগে এসেছিলেন। তিনি যদি এটা মিস করেন, আমি অন্য ব্লগার-দের (যারা এই লেখটা পড়বেন এবং যারা ওই আপু-টার সাথে কানেক্টেড) অনুরোধ করবো আপু-টাকে এই লেখার খবরটা একটু জানিয়ে দিতে। আপু...তোমার ব্লগে বেড়াতে গিয়েছিলাম।

প্রথম বেড়ানোটা চমৎকার। কারণ, পেয়েছি দারুন একটা গান-এর সন্ধান। "ঘুমাও তুমি ঘুমাও ও জান ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে"। সাথে সাথে লিংক খুঁজে ডাউনলোড করেছি। ভীষন ভালো লেগেছে।

তোমার লেখা পড়তেও ভাল লাগলো খুব। আরও ভাল লাগলো তোমাদের মানে ব্লগারদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক। আমিও যেন তোমাদের একজন হতে পারি খুব তাড়াতাড়ি, এই অপেক্ষায়...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।