আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতি প্যাচালঃ ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার..

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

হুস করে বেরিয়ে যাচ্ছে বড় সব ট্র্যাক............ আর চারদিকে শুনশান । রাত হয়েছে অনেক । রাত হারাচ্ছে তার আয়ু ..... সবাই ঘুমিয়ে পড়েছে, রাতের প্রহরীরাও ঝিমচ্ছে ।

আর আমি এখনও বাউন্ডেলেপণা করে চলছি । মৃদু আওয়াজে সমুন গান শোনাচ্ছে... ঘুমাও বাউন্ডুলে , ঘুমাও এবার... ঘুমাব । ঘুমতে যাবো । ঘুমানো দরকার...... অথচ যাওয় হয়ে উঠছে না... আকাশের তারাগুলো নিভে যাচ্ছে । ধীরে ধীরে ঠাণ্ডা বাড়চ্ছে ।

আজ হঠাৎ করেই কিছু ভাল্লাগছে না । ব্লগ পড়তেও ইচ্ছে করছে না, যা ইচ্ছে তাই লিখতে মন চাইল, কিন্তু কি-বোর্ডে ও হাত চলছে ধীর লয়ে.... যেন প্রতি অক্ষরকে নতুন করে খুজে ফিরছে হাতের আঙ্গুল । হঠাৎ করে থেকে যাচ্ছি .. তার দেখি হয়তো থ ...ও থ টা তাহলে এখানে । থ এর কথা থাক । ৎ টা খুজে পেয়ে মনে হলো ক'দিন আগে এখানে ৎ লেখা যেত না ।

এখন যায় । তারপরও কোন কোন অক্ষরটা যেন ভেংগে যায় ?? মনে আসচ্ছে না । না আসুক, ভাংগুক... তাতে কি , তারপরও চলবে কি-বোর্ড এ আঙ্গুলে খুজে ফেরা । আমার খুজে পাওয়া হয়না কিছুই । তারপর দিনমান খুজে ফিরি ।

কত কিছু .... কিছু পাই না পাই... তারপরও খুজে যাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।