04/09/2005
রাত ভর ঘুম নাই অনিদ্রার চোখে
কী নিদারুন নিষ্পলক কালো দুটি চোখ
চেয়ে থাকে কালো দুটো ভ্রমরের মত-
সারা রাত অনিদ্রার ঘুম নাই চোখে
সারা রাত শিশির ঝরে ঘাসের উপর,
অনিদ্রা চেয়ে থাকে তারাদের ভীড়ে
অনিদ্রা মিশে যায় চাঁদের শরীরে;
কেন এত জেগে থাকা!
চোখে তার সন্ধ্যার কালি পড়ে গেছে
অনিদ্রা ঘুমাও তুমি- আজ আমি ডুবে থাকি-
তোমার চুলের মত গভীর গহীন অন্ধকারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।