আপাতত ঘুরপাক খাচ্ছি!
কবিতা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে
পাড়াতো বোনের সাথে
আমি আছি রাত্রী স্নানে
বৃদ্ধ মাতালের সরাবের ঘ্রাণে।
রাত্রীর বুক চৌচির হয়ে যায়
ফললোভী বাদুরের কলক্রন্দনে
আমার এক রত্তি লোভ নেই
ক্ষোভ নেই জ্বালা যন্ত্রণা নেই
নেই মনের উন্মাদনা।
দাওয়ায় শুয়ে ছিল পোষা কুকুর
পরিচিত পদশব্দে লেজ নাড়িয়ে
ত্বরিত উঠে গেল------------
খানিক বাদে খাবার জুটবে।
আমাকেও উঠতে হবে
তবে শ্বাপদসংকুল পৃথিবী আমার
কোথাও পরিচিত কোন পদশব্দ নেই
কবিতা নির্বিঘ্নে ঘুমাও
পাড়াতো বোনের সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।