দার্শনিক
তাতান একটু জোরে পড়
মুখে কেন ঠুলি?
হিন্দী ছবি গিলতে বসে
ফুটবে যত বুলি।
দ্যাখো গিয়ে এ সময়ে
পাশের বাড়ীর ছেলে,
মুখ থুবড়ে বই এর ওপর
জগতটাকে ফেলে।
এরপরে যেই খেলার মাঠে
পড়বে তোমার ডাক ,
বলবে তুমি ‘প্লিজ মা আসি’
পড়া চুলোয় যাক্।
এভাবে তো দিন যাবেনা
কানে ঢোকাও জল
টিঁকিয়ে রাখে ভবিষ্যতে
পরীক্ষারই ফল।
শুনল তাতান ধৈর্য্য ধরে
মায়ের গালাগালি ।
বলল হেসে,’ ‘প্লিজ বকো না
একটা কথা বলি,
একটু ভেবে বল দেখি
অতীত আলোকপাতে
তোমার কত মার্ক্স ছিল মা
স্কুলের পরীক্ষাতে?’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।