নবজাতক সন্তানের জন্ম নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেইট মিডলটন। ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকার জর্জ আলেকজান্ডার লুইয়ের নিবন্ধন সনদের নম্বর ২০৭।
সরকারি নিয়ম অনুযায়ী উইলিয়াম ও কেইট দম্পতি তাদের প্রাসাদ কেনিংটন প্যালেসে গতকাল সন্তানের জন্ম নিবন্ধন করেন বলে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে সনদের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অন্যান্য সাধারণ সনদের মতো হলেও জর্জের নিবন্ধন সনদে রয়েছে রাজকীয় প্রতীক।
তবে ইংল্যান্ডের আর দশটা সাধারণ শিশুর সনদের মতোই জর্জের সনদের লেখাও একইরকম। ২০৭ নম্বরের এই সনদের দলিলের শিরোনামে লেখা আছে 'বার্থ'।
শিশুর নামের জায়গায় রয়েছে, হিজ রয়্যাল হাইনেস প্রিন্স জর্জ আলেকজান্ডার লুই অফ কেমব্রিজ। বাবা-মার নামে লেখা আছে, হিজ রয়্যাল হাইনেস প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপ লুই ডিউক অফ কেমব্রিজ অ্যান্ড ক্যাথরিন এলিজাবেথ হার রয়্যাল হাইনেস দ্যা ডাচেস অফ কেমব্রিজ।
জর্জ লুইয়ের জন্ম হয় গত ২২ জুলাই।
ব্রিটিশ আইন অনুযায়ী, সন্তান জন্মের ৪২ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।