সত্য প্রকাশে সংকোচহীন
পরিবর্তনের জন্য জ্ঞান
‘গাছ-গাছালি দিয়ে ভরা গাজিপুরের ন্যাশনাল পার্ক। শহর হতে দুরে নিরিবিলি শান্ত পরিবেশ। চারিদিকে সবুজের মাঝে গ্রীনটেক রিসোর্ট এ্যান্ড কনভেনশন সেন্টার। এর খোলা উদ্যানে নানা প্রকার অনুষঙ্গ দিয়ে দিয়ে সজ্জিত করা হয়েছে পুরো মাঠ। শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত পুরো প্রাঙ্গন।
চোখে মুখেও আনন্দের ঝিলিক। চারিদিকে হৈ হুল্লোড় আর চেঁচামেচি। উৎসবমুখর এক পরিবেশ। গান, গল্প, আড্ডায় ব্যস্ত তারা। রঙ-বেরঙের ফেস্টুন আর পোষ্টার দিয়ে সাজানো পুরো প্রাঙ্গন।
পোশাক আর চেহারায় ভিন্নতা থাকলেও তারা যেন একই দেশের, একই ভাষার !
‘পরিবর্তনের জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ৪-৬ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হয়ে গেল ৩দিন ব্যাপী স্টেট অ্যালুমনি লিডারশীপ ডেভোলোপমেন্ট ক্যাম্প ২০১১ । সাউথ এশিয়ান ইউথ সোসাইটির আয়োজনে এতে স্বাগতিক বাংলাদেশসহ সার্কভূক্ত দেশ সমুহের প্রায় দু‘শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এবং ইউএস এ্যাম্বাসী, ঢাকা।
পুরো কর্মসূচীকে সাজানো হয় বৈচিত্রময় ঢঙে। খেলা-ধুলার মাঝে মাঝে চলে শিক্ষার্থীদের নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা।
‘আসলে এত মজার ছিল যে, ৩দিনের ধরাবাধা একটা কর্মসূচীর মধ্যে রয়েছি, বুঝতেই পারিনি। ’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী মেহের নিগার জেরিন।
পুরো আয়োজনই ছিল উপভোগ্য। অভিমত আয়োজকদেরও। সাউথ এশিয়ান ইউথ সোসাইটির সভাপতি তৌফিক আহমেদ খান বলেন, ‘ এটি এমন একটি সংগঠন যা তরুণ শিক্ষার্থীদের চলমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে গণতন্ত্র, মিডিয়া, জলবায়ু, পরিবেশ, উদ্যোগ, সামাজিক দায়িত্ব, দেশের সমস্যা ও সম্ভাবনা, তারুণ্যেও দায়িত্ব প্রভৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে।
’ এ ক্যাম্প সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আনন্দঘন আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণা তৈরীর জন্য বিষয়ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ’ বিষয়গুলোকে সহজতর করে উপস্থাপন করার জন্য নেওয়া হয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ, উপস্থিত প্রতিযোগিতারমত কর্মসূচী। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।