আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলে উঠো আরেকবার

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

স্পন্দনে স্পন্দনে বাংলাদেশ আমার । আমার জন্মভূমি ... অনুপ্রেরনা যোগানো পোষ্ট ও গান সংগ্রহ.. আসুন আমরা আজ প্রথম ভরিয়ে ফেলি অণুপ্রেরণাতে । আর রাখতে পারছি না । কানাডা ধোলাই এর পর স্বপ্ন ফুলে ফেটে কলা গাছ ! মন হচ্ছে আমরা নাইট রাইডার হয়ে তীব্র বেগে এগিয়ে আসছি । উড়ে যাবে একেকটা দেশ ।

বুম বুম....... সহ্য হচ্ছে না.. বলতে পারছি না.... অসম্ভব রকম উদ্দীপনা পাচ্ছি । ফাটিয়ে দাও, জ্বালিয়ে দাও ,, মাঠ,, উড়িয়ে দাও অসি, লংকা, ভারতী, পাকি, ডাচদের । বলের ঠিকানা সীমানার বাহিরে তামিম, সাকিব আর আশরাফুলের(কনফিউজড একটু ) দিকে তাকিয়ে আছি ...... রক্ত কি গরম হয় না ???????? আমার তো হয় ... দূরবীনের জ্বলে উঠবে বাংলাদেশ কঠ্ঠিন চেষ্টা, পুরো দেশকে তুলে ধরার লাইক ইট কিন্তু দু:খের বিষয় এর সুর নকল করা হয়েছে আরেক ভারতীয গান থেকে । আমরা ভারতীয়দের আগ্রাসন থেকে মুক্ত হতে পারলাম না । আর সুরকার হচ্ছে সুর করেছেন আরেফিন রুমী (চোর) (ধন্যবাদ ব্লগার আরাফাত৫২৯ কে ) Click This Link লিংকে প্রমান পাবেন ।

বোনাস ওয়ের্স্টান ইউনিয়ন ও বাংলা ইয়ুথের যৌথ পরিচালনায় ও প্রযোজনায় then শুধু মাত্র বাংলাদেশের জন্য JOI KORBE BANGLADESH! - BEST 2011 Cricket World Cup Theme Song (High Quality) আসলেই এটাই জটিল । লোম দাড়ানো গান ! চোর জয় করবে বাংলাদেশ ২০১১ ওর্য়াল্ড কাপ । Bangladesh Cricket Theme Song for World Cup 2011 Bangladesh world cup cricket song by asif বেশ বেশ সাবাস বাংলাদেশ । অল্প কয়েক লাইনের মধ্যে যথেষ্ট বারুদ আছে । বারুদ মাখা গান ।

ঝাঝড়া হয়ে যাবে আজ প্রতিপক্ষ ! এডিটেড গান icc cricket world cup 2011 bangladesh theme song jitbe ebar jitbe cricket HD বিজ্ঞাপন ভিত্তিক ------------------ ------------------- ----------- আরও একটা বোনাস.. এই মিলা .. মোটামোটি হাসির, যদিও ভাষা বুঝা যাচ্ছে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.