আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা বোর্ডে প্রথম ফেনী গার্লস ক্যাডেট কলেজ

শতভাগ জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মত প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ধারাবাহিকভাবে বোর্ডে শ্রেষ্ঠ হওয়ায় আনন্দের শেষ নেই এখানকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ ৫ পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জানান, সকল ক্যাডেটের ঐকান্তিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, কলেজের কর্মকর্তা, অনুষদ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে শিক্ষাদান ও পরিচর্যা এবং অভিভাবকদের একান্ত উৎসাহ, অনুপ্রেরণা এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।

এদিকে, বোর্ডে ৯ম স্থানে রয়েছে ফেনী সরকারী কলেজ। ১ হাজার ৮৭ জনের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন। পাশ করেছ ৮শ ৮৯ জন। এছাড়া ছাগলনাইয়া মৌলভি শামসুল করিম কলেজ ২০তম স্থান অধিকার করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.