সৈয়দা শাহরিনা রহমান বীথি।
তুমি হাতে নিয়ে
এলে যদি পাঞ্জেরী
হে কবি
তবে কেন হলো এত দেরী
আমিতো এসেছি
বহুদূর থেকে
স্বপ্নের ঘোড়ায় চড়ে
নাগেশ্বরীর মাঠ পেরিয়ে
এসেছি বহু দূর থেকে
বহু মনের স্বপ্ন ভেঙ্গে
এসেছি নিতে তোমার হাতের পাঞ্জেরী
হে কবি
তবে কেন হল এত দেরী
আমি যে স্বপ্ন প্রভাতে বিফল তাপে
করেছি তোমার অপেক্ষা
আমি যে মহাযুগের সাধনা করেছি
নিয়েছি প্রেমের দিক্ষা
তবে কি বৃথা তুমি আমার
সূর্য শোকে অশ্র“ঝরা বন্দনা
আমি কি নই তোমার
মনের আকাশে
কাব্য
কলি
কথার ছন্দে
স্বপ্নে গড়া পূর্ণিমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।