সৈয়দা শাহরিনা রহমান বীথি।
কথা কি না বলো তুমি
মনের কথা বুঝি না
হয়ত বুঝি বন্ধু আমি
তোমায় বলতে পারি না।
তুমি বলো কাব্য নদী ছন্দ নাকি তোমার
আমি বলি কান্না হাসি
কবিতা তুমি আমার।
তুমি বলো লাল কবিতায়
বলতে হবে লাল কথাটি
আমি বলি নীল আঁচলে
বাধা আমার সেই কথাটি
তুমি বলো আমার মত
দুঃখ তোমার লাল
তোমার আমার দুঃখ বন্ধু
রইবে চিরকাল।
তবু বলো কথার ছলে
বলতে হবে সেই কথা
কথা কি না বলেও
বুঝানো যায় না
মনের কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।