সৈয়দা শাহরিনা রহমান বীথি।
সেই চাঁদ মুখ আমি হয়তো আর
কোনদিন কখনো দেখবো না
তার স্মৃতি কাব্য
আমি হয়তো আর স্বপনে লিখবো না
অভিমানী সে কেন
মান ভুলে যায় না
আমি তার গল্পের
রাধিকা হবো না
চোখে তার জল ঝরে
যেন পদ্মের ঢেউ নড়ে
সেই মায়া চোখ আমি
আর কি কখনো দেখবো না
সেই পদ্মে আমি
আর কি আল্পনা আঁকবো না
অভিমানী সে কেনো
মান ভুলে গেলো না
তার পিছু ধরে আমি
আর তারে ডাকবো না
সেই মধু-কণ্ঠের মধু বাণী
আমি কি আর শুনবো না ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।