বাংলদেশকে ভালবেসেই আমার এই এগিয় যাওয়া..
ঘুম আসে না নয়ন'পাতে
ধানের গন্ধে গ্রামটা হাসে,
নতুন ধানের কাটার আশায়
চাষির বুকে স্বপ্ন আসে।
রাত পেরুলেই ভোর আসবে
বরকত ভাইয়ের মুখটা হাঁসে,
সকাল এলে ক্ষেতে যাবে
নতুন ধানের মুখটা ভাসে ।
বরকত ভাই স্বপ্ন আঁকে, সোনার ধানে দেশটা হাঁসে
দারিদ্রতা থাকবে না আর, সব দুঃখ যাবে গুঁচে ।।
~
মোঃ রাযিব
১০ই কার্তিক, ১৪১৭ বাংলা
২৫-১১-২০১০ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।