ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
মানুষের অসংলগ্ন ঘরে
-আবু মকসুদ
পরমসত্য মানুষের বিভ্রান্তির কথা বলছে
পরজীবী বৃক্ষে নৃত্যরত ময়ূরী।
মানুষের মননে ঘুণ লেগেছে, ভুলতে বসেছে সমাজবদ্ধতার দায়
সৃজনে অক্ষম বুনোলতার বাড় বেড়েছে
চৈত্ররাত চিরে জীবনের যাবতীয় অপচয়
হুড়মুড় করে ঢুকে পড়ছে মানুষের অসংলগ্ন ঘরে।
হাওয়ায় ভাসছে পাখিদের আর্তনাদ
শষ্য সন্ত্রাসের বিষাক্ত তীর গেঁথেছে গায়ে
সনির্বদ্ধ সান্নিধ্যের রঙে রাঙানো একদার মানুষ
অপসৃয়মান অন্ধকারে অনুযোগহীন
নির্গুণ জড়ের মতো অভিপ্রায়হীন , তবু
তাদেরে পাওয়া যায় শুধু পরচর্চা পাড়ায়
জলের মাছেরাও মানুষের আত্মাহুতি দেখে।
ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা দেখে কাঁদে বার বার
পাষানবৎ সীমারের ছুরি, শুধু মানুষেরই বিকার নেই
তাদের প্রজন্মের লাশ ঝুলে থাকে সীমান্তের কাঁটাতারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।