আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের চাপাবাজি

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা

প্রথিতযশা(!!??) ছোট গল্পকার অমিয় উজ্জ্বল তার “নামহীন” বইটি দিয়ে পাঠক সমাজে বিশাল হুলস্থুল ফেলে দিয়েছেন। বইটির ব্যাপক কাটতি দেখে প্রকাশক নিজেই আতংকিত । সাপ্লাই দিয়ে শেষ করতে পারছেন না। স্টলে আগ্রহী পাঠকদের ভিড় সামলানো যাচ্ছেনা। এদিকে লেখককে বইসমলায় না আসার জন্য অনুরোধ জানিয়েছেন স্ব্রয়ং বাংলা একাডেমীর মহাপরিচালক।

কারণ লেখক বইমেলায় এলেই একটা গ্যান্জাম বেধে যাচ্ছে। তবে লেখক সাফ সাফ জানিয়ে দিয়েছেন তার পক্ষে এ অনুরোধ রাখা সম্ভব না । কারণ মেলায় না এলে তিনি বাঁচবেন না। হার্টফেইল করবেন। তাছাড়া মেলায় আসা তার গনতান্ত্রিক অধিকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।