যে যায় লংকায়, সে হয় রাবন
একটা মানুষ কাটাতারের বেড়ায় আটকানো। তার মাথা নিচের দিকে ঝুলানো। শরীর থেকে রক্ত ঝরছে। একটু কল্পনা করুন তো! কেউ কি ভাবতে পারেন! নির্দয়,নির্মম মানুষেরও বুক কেঁপে উঠবে। কিন্তু আমাদের বোন ফেলানী!!!!!! ফেলানির কথা মনে আছে তো ভাই! মন থেকে আবার ফেলে দেননি তো কেউ? জানি ক'দিন পর আমরা ভুলে যাবো।
কারন ফেলানিদের আমরা মনে রাখিনা। মনে রাখতে পারিনি বলে তাদের এ করুণ দশা। যন্ত্রণার পর যন্ত্রণা। মানুষ নামের পশুদের মুখে থুথু নিক্ষেপ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুক্তি ফেল ফেলানি। ফেলানি কি মুক্তি পেয়েছে? খবরে প্রকাশ, প্রশাসন তার কবরের কাছে ১৪৪ ধারা জারি করে রেখেছে।
১৪৪ ধারা থেকে ফেলানিকে মুক্তি দেয়া হবে কবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।