আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানি.....।।। ( ছোট্ট গল্প)//



(১) :: বুঝছ ফেলানি মা, ছেলের পক্ষ থেকে বারবার তাগাদা দিচ্ছে.. তারা যত তারাতারি পারে অনুষ্ঠান করে ফেলানিরে তাগো ঘরে নিতে চায়... : তাতো কইবই.... আর কত দিন তাগো ধৈর্য্য ধরতে কওয়া যায়.. :: এমন একটা ভালো ছেলে, হাত ছাড়া করা ঠিক হবে না. কিন্তু কিযে করি ফেলানির মা, হাতে টেকা পয়সা ও নাই... : তুমি ঠিকই কইছ, কিছু একটা তো করতেই হবে... সারা বছর মাইয়াটা শুধু কষ্টই করে গেল ।। ::তুমি ঠিকই কইছ ফেলানীর মা, দেখি একটা ব্যবস্থা তো করতেই হবে। : তারাতারি কইরা ব্যবস্থা করো. শেষে না আবার ছেলে পক্ষ না করে দেয়.. :: তাও চিন্তায় আছি,, তুমিই বল, তারা তার কত ধৈর্য্য ধরব.... : তুমি এত চিন্তা করনা, আল্লাহই সবকিছু ঠিক করে দিবে. :: বড় একটা নিঃশ্বাস নিয়ে.... তাই যেন হয় ফেলানির মা... (২) :: :: আজ শুক্রবার,,, আজ ফেলানির বিয়ে... চারদিকে হৈচৈ.... ফেলানির চোখে মুখে লজ্জায়িত আনন্দের আভা... : ভবিষ্যতের স্বপ্ন বুনায় বিভোর সে....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.