কোন যুদ্ধ নয়, কোন ক্রুদ্ধ হুংকার নয়
কালো কাঁচের আড়ালে ‘অদৃশ্য’ গুপ্তচর নয়
চোরাকারবারির নিঃশব্দ কানফাটা নীরবতাও নয়
সে ছিল ত্রাসে চিৎকার জুড়ানো
আনাড়ি এক কিশোরী মাত্র!
জীবনের তাগিদে গেছিলো ওপারে
আহা, আর কেউ কি গো আসে না এপারে?
প্রাণভয়ে কাঁদছিল কাঁটাতারে বসনবিদ্ধ তরুণী
এমন ক্রন্দন কোন্ মানুষকে না করে বিচলিত
কোন মানুষ কি এত শুষ্কহৃদয় সীমার হতে পারে
ফেলানি, হতভাগিনী! আঁটকালি এসে কাঁটাতারে!
ও দেশে কি কোন কিশোর কিশোরী নাই?
ওটা কি অজন্মার দেশ? ওরা কি পিতামাতা নয়?
শোনে নি আতংকিত সন্তানের ‘বাবা-মাগো’ ডাক?
সকল আপদ বিপদ ঠেলে ধরে নি কি
আপন সন্তানকে বুকের ভিতরে আগলে?
আহা, বেচারি ফেলানি! কি এমন পাপ ছিল তার!
মৃত্যুদন্ড! এত বড় সাজা পেলো -
বেঁচে থাকতে চাওয়ার আকুল আর্তনাদ করে!
ভুল কি আর কেহ করে নি? কেহ করে না?
ওরে পাষন্ড! তোর সন্তান কি ভুল করে না?
তোর পিতামাতা কি ভুল করে না?
মারবি কি তাদের এমন নিষ্ঠুর নিশানা ধরে?
ঝুলাবি তাদের তোর শিকারের পুরষ্কার -
মরা লাশ করে?
একটি মানুষের জীবন!
বাংলাদেশীর বলে এত অবজ্ঞা, হেলাফেলা, এত ঘৃণা?
আহা ফেলানি! চলে গেলি কোন্ অজানা অন্ধকারে -
হাত বাড়ালেই ধরা যেত তারে, একটি তরতাজা তরুণী!
ফেলানি এতই অচ্ছুত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।