আমাদের কথা খুঁজে নিন

   

মেসি, ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার জয়, পর্তুগালের হার। করিম বেনজেমার গোলে ফ্রান্সের জয়, ব্রাজিলের হার।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
খেলাগুলো মাঝ রাতে হলেও খবরটা অনেকে জানেন। কিন্তু যারা এখনও খবরটা জানেন না, তারা দেখতে পারেন। আর্জেন্টিনার জয়...... স্প্যানিশ লিগে জোর লড়াই চলছে মেসি-রোনালদোর। ক্রমাগতই হাতবদল হচ্ছে সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটা। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন মেসিই।

শেষ ‘এল ক্লাসিকো’তে রোনালদোর রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলের লজ্জায় ডুবিয়েছিল মেসির বার্সেলোনা। এবার আরেকটি মুখোমুখি লড়াইয়েও জয় হলো মেসিরই। গোল করেও পর্তুগালকে জেতাতে পারলেন না রোনালদো। খেলা শেষের আগ মুহূর্তে মেসির গোলেই জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা। গতকাল জেনেভাতে একটি প্রীতি ম্যাচে পর্তুগালকে বাতিস্তা-শিষ্যরা হারিয়েছে ২-১ গোলে।

এ সময়ের সেরা দুই ফুটবলারের এই দ্বৈরথ দেখতে জেনেভা স্টেডিয়ামে গতকাল হুমড়ি খেয়ে পড়েছিল দর্শকেরা। আর এ দর্শকদের একেবারেই হতাশ করেননি মেসি-রোনালদো। টানটান উত্তেজনা তৈরি করেছেন গোটা খেলায়। ১৪ মিনিটের মাথায় স্বভাবসুলভ দ্রুতগতির এক দৌড় থেকে গোলের সুযোগ সৃষ্টি করে ফেলেন মেসি। পর্তুগিজ ডিফেন্ডার রাউল মেরিলেসকে ফাঁকি দিয়ে বল বাড়ান ডি মারিয়ার দিকে।

চমত্কার এই পাস থেকে গোল করতে একটুও ভুল করেননি ডি মারিয়া। তবে এ ব্যবধানটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ছয় মিনিট পরেই খেলায় সমতা ফেরান রোনালদো। ১-১-এ সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুই দলই পেয়েছিল বেশ কিছু গোলের সুযোগ।

পর্তুগিজ স্ট্রাইকার আলমেইদা নষ্ট করেছেন মোক্ষম তিনটি গোলের সুযোগ। ৬০ মিনিটের মাথায় রোনালদো নিজেও পেয়ে যেতে পারতেন তাঁর দ্বিতীয় গোলটা। আচমকা পাল্টা আক্রমণে বেকায়দায় ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন রক্ষণভাগকে। কিন্তু শেষ মুহূর্তে গোল করার মতো জোরালো শট নিতে পারেননি। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত জয়টা এনে দেন মেসি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিযানটা ব্যর্থ হলেও তারপর থেকে বেশ কয়েকটি প্রীতি ম্যাচে অসাধারণ খেলেছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও আর্জেন্টিনা হারিয়েছিল তাঁর গোলেই। গতকালও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ভালো খেলতে পারেন না— এ সমালোচনাটা আরও একটু ফিকে করে দিলেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার। ব্রাজিলের হার...... রিয়াল মাদ্রিদের মূল একাদশের জায়গাটা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে করিম বেনজেমার। মাঝে কয়েকদিন মূল একাদশে সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি।

খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচে রিয়াল রক্ষা পেয়েছিল বেনজেমার গোল থেকেই। এবার জাতীয় দলের জার্সি গায়েও নিজেকে নতুন করে চেনালেন এই ফরাসী স্ট্রাইকার। গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে বেনজেমার গোল থেকেই ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে গতকাল বেনজেমা যেন ফিরিয়ে এনেছিলেন ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালটা। সেবার ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ফ্রান্স।

তবে গতকাল ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে না হলে ফলাফল শেষপর্যন্ত কী হতো তা বলা যায় না। প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় বেনজেমাকে বাজেভাবে ফাউল করার দায়ে লালকার্ড দেখেন হার্নানেস। ব্রাজিল পরিণত হয় দশ জনের দলে। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকেন ফরাসী স্ট্রাইকাররা। ৫৪ মিনিটে জেরেমি মেনেজের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান বেনজেমা।

আগে কয়েকটি ফরাসী গোল প্রচেষ্টা রুখে দিলেও এবার আর গোল আটকাতে পারেন নি গোলরক্ষক জুলিও সিজার। ফ্রান্স এগিয়ে যায় ১-০ তে। শেষপর্যন্ত এটিই থেকে গেল ম্যাচের একমাত্র ফলাফল নির্ধারণী গোল হিসেবে। আর ভয়াবহ বিশ্বকাপ ব্যর্থতার পর জয়ের মুখ দেখতে শুরু করছে ফ্রান্স। সূত্র : প্রথম আলো সর্বশেষ সংবাদ
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.