আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস না ফিরে আসা পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভবনা

আমরা কি কখনো কাওকে বিশ্বাস করবো না? ছোট বেলায় পড়েছিলাম " আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে" কিন্তু এখন মনে হচ্ছে হওয়া উচিত ছিলো " আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে বিশ্বাস করতে শিখবে" গত কয়েকদিন টক শো আর ফেসবুকের বিভিন্ন লেখা গুলো পড়ে শুধু ফিডব্যাকের গান মনে পড়ে যাচ্ছে " কোটি কোটি মানুষের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি" কয়দিন আগে দেখলাম বুকে হাত দিয়ে বলতে হবে মুক্তিযুদ্ধে কতো জন শহীদ হয়েছে, আর আজ দেখলাম চাঁদের বুকে সাঈদী। এই ছবি গুলো যারা বানিয়েছে, তারা ফটোশপে বিশেষ পারদর্শি মানতে হবে। তারা যদি তাদের ফটোশপের পারদর্শিতা বুঝানোর জন্য এগুলো করে থাকে তবে বলবো এগিয়ে যাও, আর যদি কোন দলের প্রচারের জন্য বানিয়ে থাকেন তবে বলবো তোরা জাহান্নামের আগুনে যাবি। কতগুলো সহজ সরল মানুষকে নিয়ে খেলছিস। ওহ যে কথা বলার জন্য লিখতে বসলাম সেটাই বাদ পড়ে গেছে।

আমরা কার কথা বিশ্বাস করি? দেশ চালায় প্রধানমন্ত্রী, আমরা কি তার কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি, আমরা কি তাকে বিশ্বাস করি? উত্তর একটাই না না বিচার করে বিচারক। রায় যদি আমার পক্ষে না যায় তবে আমরা তাকে বিশ্বাস করি না। আমি দোষী না নির্দোষ সেটা ব্যপার না। আইন-শৃঙ্খলা রক্ষা করে পুলিশ। আমরা কি তাদের কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না দেশের খবর তুলে ধরে মিডিয়া, আমরা কি তাদের কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না তাহলে আমরা কার কথায় বিশ্বাস করি? এখনো পর্যন্ত হয়তো বাবা মায়ের কথা বিশ্বাস করি।

হয়তো কিছু দিন পরে সেগুলোও আর বিশ্বাস করবো না। কেনো আমরা কারো কথা বিশ্বাস করি না। কারন তারা বারবার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। দেশ ঠিক ভাবে চলতে গেলে উপরের লোক গুলোকে বিশ্বাস করতে হবে। তার আগে তাদের প্রমান করতে হবে তারা বিশ্বাস ভঙ্গ করবেনা।

আমার মনে হয় মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ফিরে না আসা পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব না। আপনার কি মনে হয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.