আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবী তানভীরের জন্য চাই ভালোবাসা।



তানভীরের জন্য চাই ভালোবাসা নিজস্ব প্রতিবেদক পরিচিতজনরাও এখন চিনতে পারছেন না তানভীরকে। তারুণ্যদীপ্ত চেহারা এখন ম্লান। মুখ ফুলে উঠেছে। সারাক্ষণ কলেজ ক্যাম্পাস ও খেলার মাঠে মেতে থাকা তানভীরের পুরো সময় এখন কাটে বিছানায়। স্বজনরা তাঁর দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারেন না।

২০ বছরের তরুণ তানভীর মো. আসিফ মুজতবা রাজশাহী মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। মা-বাবার একমাত্র ছেলে। স্কুল ও কলেজ জীবনে ক্লাসে সব সময় প্রথম ছিলেন তিনি। মেধাবী এ ছাত্রটিই তাঁর পরিবারের আশা-ভরসা। সবার প্রত্যাশা, তানভীর চিকিৎসক হয়ে মুখ উজ্জ্বল করবেন পরিবারের।

কিন্তু সে আশার আলো আজ ঢেকে গেছে কালো মেঘে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তানভীর। বর্তমানে রাজধানীর ধানমণ্ডির আহমেদ মেডিক্যাল সেন্টারে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক পারভীন শাহিদা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। স্বজনরা জানান, তানভীর চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। চিকিৎসকরা জানিয়েছেন, তানভীরের চিকিৎসায় প্রয়োজন অনেক টাকা, কিন্তু সেই টাকা জোগাড় করার সামর্থ্য পরিবারের নেই।

তাই সামর্থ্যবান, সুহৃদ ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন স্বজনরা। বাবা সাফায়েতুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'মানুষের সহায়তা আর ভালোবাসা পেলে আমার ছেলে সুস্থ হয়ে উঠতে পারবে। আপনারা আমার ছেলের পাশে দাঁড়ান। একটা সম্ভাবনাময় মেধাবীকে বাঁচান। দেশ ও দশের সেবায় তার জীবনটা উৎসর্গ করার সুযোগ করে দিন।

' যোগাযোগ : সাফায়েতুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৩৫১৫, সোনালী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখা অথবা সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৮.১০১.৮৬৩৬০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া শাখা। মোবাইল-০১৭১৬০৩৮৬১০, ০১৯৩৪৬১৫৬১০। সুত্র:» কালের কণ্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.