আমাদের কথা খুঁজে নিন

   

এ কেমন আজিব স্বপ্ন!!!!!!!!!

আমি মোটামুটি ভালো কিন্তু সুখি নই। তছারা,হতাশা,একাকিত্ব,স্বপ্ন এগুলো নিয়ে থকি। আমার জীবনের কাঙ্খিত মানুষের পথ পানে বসে আছি জানি সে কখনো আসবেনা তবুও.....................

এ কেমন আজিব স্বপ্ন!!!!!!!!!!! আজ কম্পিটারে অনেক গুলো কাজ করে ঘুমাতে গিয়াছি। কিছুক্ষন পরেই গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। আমি সংক্ষেপ করছি যাতে আপনারা বিরক্ত না হন।

স্বপ্নে আমি পড়াশুনা শেষে ব্যাবসা করে প্রতিষ্ঠত হলাম। এরই মাঝে একমাত্র বোন ছাড়া সবাইকে হারালাম। বোনকে বিয়ে দিয়ে। আমি অনেক দিন সম্পূর্ন একা থাকা কালিন সময়ে একটি অসহায় বাবা মা হীন ছেলেকে আসরায় দিলাম এবং তার মধ্য নৈতিকতা শিক্ষা দিলাম। অতঃপর অনেক টাকা দিয়ে একটি বিদ্যাশ্রম করলাম তারপর যেহেতু আমার কোন পিছু টান নেই তাই দেশ ভ্রমনে বের হলাম ।

ঘুরত ঘুরতে এমন একটি দেশে গিয়াছিলাম যেখানে কোন মৃত্যু নেই জন্ম হয় ১০০ বছরে একটি ,সেখানে একটানা ২০০ বছর অতিবাহীত করারপর দেশে ফিরে আসলাম। তখন আমি বিশাল সম্পদশালী। যাইহোক দেশে ফিরে আমি আমর গ্রাম শহর কিছুই পেলাম না শুধুমাত্র সরকারী ভবনগুলো অপরিবর্তিত রয়ে গেল । যখন কোন মানুষকে চিন্তে পারলাম না। তখন আমি আমার প্রাইমেরি স্কুলে গিয়ে বললাম আমি ইমন আপনাদের স্কুল থেকে প্রথম ট্যালেণ্টপুলে বৃত্তি পেয়েছিলাম তারা বলল কত সালে আমি বললাম 1996 সালে তারা অভিষ্যাশ নিয়ে আমার দিকে তাকাল হাইস্কুলেও একই রকম ট্রিট করলো তারপর আমার যত পরিচিত জন ছিল কাউকে পেলাম না ।

নিজেকে বড় বেশী অসহায় মনে হল বুক ফাটা আর্তনাতে চিৎকার করতে লাগলাম এরকম কষ্ট থাকতে পারে জানতাম না । আমার কান্না শুনে এক চুলপাকা বুড়োলোক বলল বাবা তোমার কি হইছে। আমি তাকে বললাম আমার পৃথিবীতে কেউ নাই েস বলল যার কেউনাই তার আমাদের বৃদ্ধাশ্রমে অনকে আছে তুমি যাবে? আমি তার সাথে গিয়ে কেদেঁ ফেললাম কারন এ যে আমারই করা বৃদ্ধাশ্রম। তারপর যে আমাকে নিয়ে এসেছে তাকে তার পরিচয় জিজ্ঞাস করলাম, সে বলল সে রহমত বৃদ্ধাশ্রম এর কেয়ার টেকার । আমি জিজ্ঞাস করলাম করিম কই।

{করিম যাকে আমি আশ্রয় দিয়েছিলাম কেয়ার টেকার}সে বলল আমি তার নাতি সে অনেক আগেই গত হয়েছে । আমি বললাম আমি ইমন বৃদ্ধাশ্রমটি আমার সে বিশ্বাস করতে পারল না সে বলল প্রতিষ্ঠাতার একটি ফটো আছে যেটি আমার বাবা দাদা খুব যত্ন করত । সে বের করল তারপর বিস্মিত হল মিলিয়ে দেখল আমি নিজেই, তার বিস্মত হওয়ার কারন আমি এখনও যুবক। তার চোখ ভয় মিশ্রিত আনন্দে কেদে ফেলল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.