সামুদ্রিক বিভ্রম
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদাংদেহী নমোস্তুতে।।
-সরস্বতী স্ত্রোত
সময়ের শেষতম দিনে সূর্য ডুববে না
ফরাসী বণিকেরা ফিরে যায়
সুগন্ধি আলো জ্বেলে;
মেঘান্ধ মেয়েরা অবিরল ঝরে অনন্ত বিকেলের মুখে
মুগ্ধ বালকেরা রৌদ্রস্নানে নত;
প্রতিটি সকাল সবুজ, প্রতিটি ভোর লাল
কাকের ডানায় নিদ্রিত মেঘানত বাতাসের মোহন শোভা
হায় দেবী বিদ্যাময়ী, পদ্মাঁখী, বিদ্যায় লোভ নেই
তোমার মুখশ্রী ভাসে শীতার্ত স্মৃতিতে, গোসলের জলে
সূর্য ডোবে না-
ডোবে না ডালিমের লাল বেদনা
চন্দনে ডুবেছে ঠোঁট সুগন্ধি বিকেলে
এ ওষ্ঠে ঢেলে দাও তোমার আশির্বাদ চুম্বন
হংসবিহারীনি দেবী,
তোমার রতি কামনায় দিন চলে যায় অযথাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।