বায়োলজিকাল আবেগ আর রোবোটিক নিস্পৃহতা - দুইয়ের এক অস্বস্তিকর সমন্বয়
এই প্রথমবার আমি জগন্নাথ হলের পূজো দেখতে গেলাম। আমার কাছে অসাধারন লাগলো। ডিপার্টমেন্ট ভিত্তিক থিমের কন্সেপ্ট টা আসলেই দারুণ। দেখছি আর মোবাইল ক্যামেরায় ছবি তুলছি। মোটামুটি মাঠের অর্ধেক দেখার পর মনে হলো, আরে আমার মত অনেকেই হয়তো কখনো জগন্নাথের পূজো দেখে নি।
তাদের জন্য ভালোভাবে ছবি তুলে নিলে কেমন হয় ! কিন্তু আমার হাতে সময় খুব কম কাজেই আগে ঘুরে আসা প্রতিমা গুলোর ছবি নতুন করে তোলার সময় আর নেই। যা গেছে তা গেছেই। মোটামুটি কোনরকমে কাজ চালানোর উপযোগী ক্যামেরা ফোন (নোকিয়া ই ৭১ , ৩.২ মেগাপিক্সেল ) আর হাতে খুব অল্প সময় নিয়েই তাই এই ব্লগীয় প্রচেষ্টা।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।
৪১।
৪২।
৪৩।
৪৪।
৪৫।
৪৬।
৪৭।
৪৮।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।