আমাদের কথা খুঁজে নিন

   

শেবাগ, তোমাকে বলছি…

ভালো থাকতে চাই....

প্রথমত তোমাকে অভিবাধন জানাচ্ছি বড় কোনো ম্যাচের পুর্বে তোমার এই কৌশল অবলম্বনের অপ্রিতিকর পথকে।আমাদের নিংড়ানো অভিবাধন এই জন্যই যে, তুমি তথা তোমরা যদি এমন পরিস্থিতি সৃষ্টি না কর তবে আমাদের যথাযথ জবাব দেবার ক্ষেত্রটাই তো সৃষ্টি হবেনা। জানিনা কতদিন সাহস সঞ্চয় করে তুমি বলেছিলে, বাংলাদেশ একটি অর্ডিনারি দল !! আর আমরাও তোমার সেই সাহস কে যথেষ্ট পরিমান মুল্য দিতে বিন্দুমাত্র ভূল করিনি।পরাজয়ের বোঝা মাথায় নিয়ে যখন আপন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলে তখন আমাদের গর্বিত সন্তানেরা স্রেফ বলেছিল, আমরা আমাদের মতই খেলেছি এতে কে হারল আর কে জিতলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরাও সুর মিলিয়ে বলতে চাই, জিতাটা উপযুক্ত জবাব আর হেরে যাওয়াটা নিচক যোগ্যতাহীনতা ছাড়া কিছুই না। ইতিহাসের সেই অধ্যায়টা তুষের আগুন হয়ে এখনো বুঝি জলছে তোমার হৃদয়ের অন্তকুঠিরে? তাই ক্রোধের বশব্রতী হয়ে আবারো বলে উঠলে, বিশ্বকাপের উদ্ভোধনি ম্যাচেই আমি বাংলাদেশকে হারাতে চাই।ভালোই হলো,আমাদের যোগ্যতাকে আবারো সারা বিশ্ব একটি উপযুক্ত উত্তর বলে অনায়াসেই চালিয়ে দিতে পারবে, ইনশাহ্আল্লাহ্।এবার সময় এসেছে সেই আগুনে ফুঁ দেয়ার। খুব বেশি অবাক হবনা যেদিন দেখবো গ্রীষ্মের কোনো অগ্নিঝরা অলস দুপুরে কিংবা পড়ন্ত বেলার পূর্বোক্ষনে শেবাগ বসে গাইছে…… ‘আমি যে আধারে বন্দিণী,আমাকে আলোতে রেখে যাও….’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।