আমাদের কথা খুঁজে নিন

   

একটি কৌতুক ও ভারতের শেবাগ

oracle.samu@googlemail.com

চুরি করনের কালে দুই ছোড়ায় Cut খাইছে গ্রাম বাসির হাতে। প্ররথম বার এই দুইডা ধরা খাওনের কালে মাঝারি গোছের উত্তম-মধ্যম দিয়া ছাইড়া দেওয়া হইছিল। তয় চোর না শোনে ধর্মের কথা, বছর না ঘুরতেই আবার Cut খাইছে। এইবার গ্রাম বাসি খুব চেতছে, সহজে ছাড় নাই। শেষ কালে decision হইল প্ররথমে ওগ ব্যাপক মেরামত করা হবে, এর পর মাথা নেড়া কইরা মুখে চুন-কালি ও গলায় জুতার মালা দিয়া গ্রামের হাটে নেয়া হইব যাতে ওগ চুড়ান্ত অপমান হয়।

ত যেই চিন্তা সেই কাজ। হাট থেকে ফেরার পথে দুই চোরার কথপোকথন- ১ম চোরা : আইচ্ছা এইবার কি অইব? মাইর ও দিছে আবার মুখে চুন-কালি মাইরা হাটে ও লইয়া গেছে। এই বার কী করব? ২য় চোরা : আমিও হেইডাই চিন্তা করতাছি। মনে হয় এইবার আমাগ অপনাম করব। সবার সামনে মাইর দিছে মুখত চুন-কালি মাকছে তয় অপমান ত আর করে নাই ---------------------------------------------------------------- ইন্ডিয়ার ঠেকা কাম চালাইন্না কাপ্তান শেবাগের অবস্থাও চোরার লাহান হইছে।

৫ দিনের টেষ্টে ৩ দিন মাঠের মইধ্যে ছেচড়ানি খাইয়া ও অর শিক্ষা হয় নাই। অরে এইবার ভদ্রর লোকের মত অপমান না কইরা direct অপমান করতে হইব। চলেন সবাই জুতা লই মিরপুর যাই আর অর মুখের সামনে তুইলা ধরি। জানি হগলেরই ডাইরেক্ট মারনের ইচ্ছা হইব। তয় মাইরেন না তাইলে আবার আমাগ ক্রিকেটরে বেন কইরা দিব পাকিস্তানের লাহান।

হালায় কয় কী অহন না কি অর মনে কয় বাংলাদেশ অর্ডিনারী। হালায় ঠিক মাল খাইছে নাইলে চান্দির চুল উইটঠা যাওনের লগে লেগে নিচে থাকা ঘিলু ডাও কইম্মাগেছে। আইচ্ছা কন দেহি ভায়েরা, অরে সাইজ করি কেমতে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.