আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে নেতৃস্থানীয় তরুণ আন্দোলনকারী আটক

শনিবার যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে কায়রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
আহমেদ মেহের সাবেক একনায়ক হোসনি মুবারক বিরোধী ‘এপ্রিল সিক্স’ যুব আন্দোলনের নেতৃত্ত্ব দিয়েছিলেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১১ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মহাপ্রতাপশালী স্বৈরশাসক মুবারক।
ওই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে মুবারকের পুনর্বিচার শনিবার আবার শুরু হয়েছে। আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকশ আন্দোলনকারী নিহত হয়েছিল। এসব ঘটনায় মুবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ছয় নিরাপত্তা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন।
এছাড়া মুবারক ও তার দুই সন্তান আলা ও গামালের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে।
কর্তৃপক্ষ মেহেরের পাসপোর্ট জব্দ করেছে এবং তাকে চারদিন আটক রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা।
গত মার্চে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ “উস্কে” দেওয়ার জন্য মেহেরকে অভিযুক্ত করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।