দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক অন্যতম শীর্ষস্থানীয় লেখক শেরি টার্কল জানিয়েছেন, বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটগুলো হচ্ছে পাগলামির আধুনিক রূপ। এসব সাইট মানুষকে তার বাস্তবতাবোধ থেকে দূরে সরিয়ে দিয়ে ‘মনুষ্যত্ব’ কমিয়ে দিচ্ছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোশাল নেটওয়ার্কিং সাইট বিষয়ে এমন মন্তব্য করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক শেরি টার্কল। শেরি টার্কল তার নতুন বই ‘অ্যালোন টুগেদার’-এ এমন মন্তব্য করেছেন।
শেরি টার্কল-এর মতে, সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের ফলে মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের জীবনে প্রযুক্তিই সবকিছু হয়ে উঠছে এবং আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি।
তিনি আরো লিখেছেন, আরো ভালো যোগাযোগ করার ধোঁয়াশায় আছন্ন হয়ে আমরা সত্যিকারের যোগাযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েছি। আমরা মজার প্রযুক্তি আবিষ্কার করেও সেগুলোকে আমাদের ওপর চড়াও হতে দিয়েছি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেরি টার্কলের লেখা এবারের বই যুক্তরাষ্ট্রে অনেক বেশি মনোযোগ কেড়েছে কারণ এর আগে লেখা তার অন্যতম বই ‘সেকেন্ড লাইফ’ এবং ‘লাইফ অন দ্যা স্ক্রিন‘ প্রযুক্তি পরিবর্তন বিষয়ে বেশ সাড়া ফেলেছিলো।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।