ঈদ উপলক্ষে চাঁদা না দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক দোকানদার ও এক শিক্ষকের ছেলেকে মারধরের অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্তে গতকাল তিন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান। বহিষ্কৃতরা হলো শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগ কর্মী আরিফ (৩ মাস) ও নাজমুল (১ বছর) এবং মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগ কর্মী মিঠু (৬ মাস)। বহিষ্কৃতরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে আনোয়ার কনফেকশনারীর বিক্রেতা সোহাগ জানান, শুক্রবার তিন-চারজন এসে আইসক্রিম ও রোল খেতে থাকে। এ নিয়ে দোকানের মালিক জহিরের সঙ্গে কথা কাটাকাটি হলে জহিরকে ছাত্ররা মারধর করে ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলেকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে তিন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘমেয়াদি কর্মসূচি ঘোষণা করেছেন 'সাধারণ শিক্ষক ফোরাম'-এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল বেলা ২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্যের পদত্যাগে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আওতায় ৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত (ঈদের ছুটি ছাড়া) গণসংযোগসহ উপাচার্যের সব সভা বর্জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।