আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবানবিরোধী অভিযানে ৩৭ জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়- কাবুল, নানগারহার, পারওয়ান, কুন্দুজ, সার-ই-পুল, জাবুল, উরুজগান, ময়দান ওয়ারদাক, গজনি, ফারাহ ও হেলমান্দ প্রদেশে গত ২৪ ঘণ্টার অভিযানে তালেবান নিহত হয়। উগ্রবাদী জঙ্গিদের আস্তানাগুলোতে চালানো অভিযানে ৫ তালেবান আহত ও দুইজন আটক হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এসব অভিযানে সরকারি সেনাদের কোনো ক্ষতি হয়েছে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তা জানানো হয়নি। তবে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে কাবুল। তালেবানদের পক্ষ থেকে সরকারের এ দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।