আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে গাড়ি নিয়ে ছিনতাই ডাকাতি চুরি বে

১৪ ফেব্রুয়ারি রাতে বেসরকারি প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির মার্কেটিং ম্যানেজার মীর মাহফুজুর রহমান টুটুল মোটরসাইকেলে তার স্ত্রী ও পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন। খিলক্ষেত থানার অদূরে নিকুঞ্জ-২ এর সামনে পেঁৗছামাত্র পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্ত্রী-সন্তান নিয়ে ছিটকে পড়েন মাহফুজুর রহমান। গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি পিস্তল বের করে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। ২৬ ফেব্রুয়ারি সবুজবাগ পূর্ব বাসাবোর ১/২৩/ডি-৯ নম্বরের বাসায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও দু্ই লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের রডের আঘাতে বাসার গৃহকর্তা সাইদুর রহমান আহত হয়েছেন। রাজধানীতে এমন ছিনতাই ও ডাকাতির ঘটনা এখন নিত্যদিনকার ঘটনা। চুরির ঘটনাও ঘটছে অস্বাভাবিক হারে। প্রায় প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। অধিকাংশ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারেনি। যারা গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকেও পুলিশ লুণ্ঠিত বা ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করতে পারছে না। অভিযোগ রয়েছে, আসামি কখনো কখনো গ্রেফতার হলেও তাদের কাছ থেকে মালামাল উদ্ধারে পুলিশ খুব একটা আগ্রহী নয়। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের টহল কমে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গত তিন মাসে ডিএমপির থানাগুলোতে ছিনতাই ডাকাতির তিন শতাধিক ঘটনা রেকর্ডভুক্ত করা হয়েছে। প্রকৃত সংখ্যা কয়েকগুণ বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।

ডিএমপির সূত্র মতে, রাজধানীতে গত জানুয়ারিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ২৫টি এবং চুরির ঘটনা ঘটেছে ৭৭টি। গত বছরের ডিসেম্বরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ১৬টি এবং চুরির ঘটনা ঘটেছে ৬৩টি। ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা কঠিন। তবে সফলতা একেবারেই যে কম তা বলা যাবে না।

মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটছে প্রচুর। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছেন না ভুক্তভোগীরা। ২৪ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমির প্রবেশপথের পাশ থেকে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক এস এম আজাদের মোটরসাইকেল চুরি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.