উত্তর বঙ্গের দিনাজপুরের দক্ষিন অঞ্চল দুইটি সংসদ আসনে বিভক্ত ফুলবাড়ী-পার্ববতীপুর নিয়ে গঠিত দিনাজপুর -০৫ আসন আর নবাবগনজ-বিরামপুর-হিলি - ঘোড়াঘাট নিয়ে গঠিত দিনাজপুর-০৬ আসন। দক্ষিন অঞ্চলের উন্নয়ন নিয়ে ভাবে এমন এক সংগঠন তা'হলো দক্ষিন দিনাজপুর উন্নয়ন ফোরাম। এই অঞ্চলের মানুষের চাওয়ার সাথে এই সংগঠনের উন্নয়ন এর দিকগুলো কতটুকু মিল আছে আমার জানা নেই। আমি যতটুকু লেখা পড়েছি এর সব ফুলবাড়ী কয়লা ও কঠিন শিলা প্রকল্প নিয়ে, যতসব ভাবনা । সাম্প্রতিক বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওযাজেদ মিয়া সেতু নাম করন হয় এবং সেতুর কাজ শুরু হয়।
ওয়াজেদ মিয়া সেতুর কাজ শুরু হওয়ার পর নবাব গনজ এবং রংপুরের পীরগনজ থানার দু'পারের মানুষের সুসম্পর্ক ঐতিহাসিক ভুমিকা রাখবে । অন্যদিকে সেতু নির্মানের সাথে সাথে চক্রান্ত চলছে কিভাবে নবাবগনজবাসীকে বঞ্চিত করা যাবে। যেখানে পুর্ব থেকেই রোডস এন্ড হাইওয়ের ম্যাপ এ জিলা রোড এর নক্সা আছে সেখানে এই নক্সায় কালি মাখিয়ে নতুন নক্সার যড়যন্ত্র চলছে। নবাবগনজবাসী কি সেই নক্সা মেনে নিবে? যড়যন্ত্রকারীরা কি ভাবছেন অতীতে কেউ বাধা দিতে পারেনাই বর্তমান এবং ভবিয্যতেও পারবেননা। বর্তমান নতুন প্রযুক্তির হাওয়ায় নবাবগনজের মানুষ সচেতন হয়েছে আর তাই পুর্ব পরিকল্পিত নক্সানুয়ারী নবাব গনজ হেডকোয়াটার টাস করার প্রস্তাব নিয়ে সংবদ্ধ হয় একদল তরুন নেতা আর নেতৃত্ব দেয় সহনশীল উন্নয়নের।
গত ২ ই ফ্রেবয়ারী ২০১১ রোজ বুধবার সন্ধা ৮.০০ ঘটিকায় দক্ষিন দিনাজপুরের সংগঠন ডি-৬ আসৌসিয়েশন ঢাকায় অবস্থানরত ছাত্র,শ্রমজীবী ও কর্মজীবী মানুষকে মিলিত করে নবাবগনজবাসীর স্বার্থরক্ষার শপথ গ্রহন করে এবং স্থানীয় সাংসদ সদস্যের কাছে নবাবগনৃজ থানার উন্নয়নের পরিকল্পনা এবং ন্যাশনাল হাইওয়ের পূর্ণ সংযোগের প্রস্তাব করে এতে নেতৃত্ব দেয় ডি-৬ আসৌসিয়েশন এর প্রেসিডেন্ট ইঞ্জি : জিসিবি স্বপন এবং সংগঠনের অন্যান্য তরুন নেতৃবৃন্ধ।
অন্যদিকে ৪ই ফ্রেবয়ালী'২০১১ এলাকার সর্বশ্রেনীর মানুষ মাননীয় সংসদ সদস্যের কাছে ন্যাশনাল হাইওয়ের পূর্ণ সংযোগের প্রস্তাব করে এতে নেতৃত্ব দেয় তরুন নেতা লোকাল এন.জিও নিড ফাওন্ডেশনের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম স্বাধীন এবং এলাকার সিনিয়র এলিট গন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।