পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
এই যে বিরুধি দল হরতাল দিল, আল্লায় না করুক আজ যদি বড় ধরনের কোন অঘটন ঘটে যায়, কোন গন্ডগোল লেগে ২০/৫০ জন মানুষ মারা যায় তাহলে দেশে কি আতন্কটাই না সৃষ্টি হবে। এতে কি সামনের বিশ্বকাপের উপর প্রভাব ফেলবে না?? কঠিন প্রভাব ফেলবে।
বিরুধি দল কি একটু ধৈর্যও ধরতে পারল না??
আবার সরকারি দলও কি বিরুধি দলের সাথে একটু আপোষ করে, একটু রিকোয়েষ্ট করে হরতালটা কি উঠিয়ে নিতে পারত না?? আসলে কেন ছোট হতে যাবে!!
আসলে এরা সবাই ধান্দায় থাকে কখন সুযুগ আসবে, আর সেই সুযুগ কাজে লাগিয়ে নিজের ফায়দা উঠাবো, এতে দেশের যাই হোক হোক, তাতে আমার কি।
এটা ভাবছিলাম আর নচিকেতার গান শুনতেছিলাম, হটাৎ এই লাইন টা কানে চলে আসল। কথা টা আমার না,, নচিকেতার ....
''দেশের মানুষ তোকন ছার, মন্ত্রি গুলো কুলাংগার, ভাল দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে''..
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।