আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের গতিপথের কিছু সত্য ঘটনা



জীবন এর শুরু থেকেই বলা উচিত, আর এই জন্য শুরু থেকেই বলব আমি । আমি হাসান। এই বাংলাদেশের কন এক জায়াগায় জন্ম হইসে আমার। বাবা মা এর একমাত্র ছেলে আমি । এই জন্য অনেক আদরে মানুশ করা হইসে আমাকে।

যা মুখে বলসি,তাই পাইসি। এই জন্য কোন দিন কষ্ট পাই নাই। কিন্তু পরে আর এই জিনিষ এমন ছিল না। হইত সুখ এর অংশ টা শেষ করে ফেলেছি আমি। এবার দুঃখ শুরু।

ইংলিশ এ একটা মজার বাক্য আছে। তার বাংলা হল 'জীবন বড়ই সুন্দর,সুতরাং একে উপভোগ করো'। এই হল আমার সান্ত্বনার বাণী। জীবনের কঠিন বাস্তবতা আমাকে এমন কিছু শিখিয়ে গেছে। তাই আমার এখন জীবনটা পাঠশালা মনে হয়।

এই জীবনের পাঠশালা তে আমি কি কি শিখলাম,তা আপনাদের কে বলব । এখানে আমি আমার কিছু ঘটনা তুলে ধরব,ভুল গুল শুধরানোর পর্ব ,বিপদে পরার পর্ব র কেউ যেন এই ঝামেলায় না পরে তার জন্য কিছু জিনিস বলে দিবো । আমি জানি না আমার ধারনাটা আপনার কেম্নভাবে নিবেন। কিন্তু আমি এখানে সত্য কথাগুলো তুলে ধরব। ভুলগুলো আমার ক্ষমাসুন্দর দৃষ্টি তে নিবেন।

আমি সালাম(নাম টা আমার ছদ্দনাম। কেননা এখানে আমি আমার ঘটনা গুলো তুলে ধরব। কিন্তু এই ঘটনা আমার বন্ধুর জীবনের। ওর সাথে দুই রাত গল্প করে আমার এমনি মনে হল। )বাবা মা এর একমাত্র ছেলে আমি।

পড়ালেখায় খুবই ভাল ছিলাম। এমন ভাবে বলবো না যে অনেক ভাল ছাত্র ছিলাম। কাজ ছালিএ নেয়ার জন্য অনেক ভাল ছিলাম। কিন্তু.....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.