শনিবার ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নাজেম ওসমানি বিষয়টি নিশ্চিত করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামের ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
নাজেম ওসমানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ মে থেকে ১৫ মে নোয়াখালীর চৌমুহানিতে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী রাম ঠাকুরের বার্ষিক উৎসব চলছে।
উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের আহ্বানের প্রেক্ষিতে বৃহত্তর নোয়াখালীতে (ফেনী-নোয়াখালী-লক্ষীপুর) হরতাল প্রত্যহার করা হয়, বলেন তিনি।
তিনি বলেন, কেন্দ্রের কাছে বিষয়টি জানালে তাতে সম্মতি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে ফেনী জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীল বলেন, নোয়াখালীর চৌমুহানিতে উৎসব হলে ফেনী, লক্ষ্মীপুর, মীরসরাই, চৌদ্দগ্রাম থেকে হিন্দু ভক্তরা উৎসবে অংশগ্রহণ করেন।
এ জন্য নোয়াখালী থেকে হরতাল প্রত্যহারের আহ্বান জানানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।