আমাদের কথা খুঁজে নিন

   

বেতন বাড়ানোর উপায় আবিষ্কার!

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

নতুন বছরে অফিসের বসকে খুশি করে বেতন বাড়িয়ে নিতে চান অনেকেই। কিন্তু কিভাবে বেতন বাড়িয়ে নেবার কাজটি করা যাবে সেই রহস্যটি বের করেছেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, বসের নিকট কেবল ভালো থাকলেই বেতন বাড়বে না বরং ইতিবাচক কাজই আকাঙ্খিত বেতন এনে দেবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

গবেষকরা জানিয়েছেন, বেশি বেতন বগলদাবা করার সবচেয়ে ভালো পন্থা হলো বসের সব কথাকেই হ্যাঁ বলা। এমনকি বস সমসময়ই ঠিক এটা ভেবে কোনো উত্তরেই ‘না’ শব্দটি না বলা। গবেষকরা আরো জানিয়েছেন, যারা বসের কাছে বেতন বাড়ানোর কথাটি পাড়েন এবং বেশ আগ্রাসী হয়েই এটা দাবী করেন তখন তিনি সফল হন। যারা বসের সঙ্গে আলোচনা করার প্রাথমিক কাজটি অগ্রিম সেরে রাখেন তারা বেশি বেশি ছুটি যেমন নিতে পারেন তেমনি মোবাইল ফোন বা গাড়িও পেয়ে যান। টেম্পল ইউনিভার্সিটির ফক্স স্কুল অফ বিজনেস এবং জর্জ মেসন ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, যারা সাক্ষাৎকার এবং বেতন বাড়ানোর অ্যাপ্রাইজালের সময় বসের সঙ্গে কথা বলেন না তাদের বেতন তেমন বাড়ে না।

এই বেতন বাড়ার বিষয়টির ক্ষেত্রে নারী-পুরুষের তেমন কোনো পার্থক্য নেই। সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.