এই বারের ফেব্রুয়ারি মাসটা আমাদের কাছে পূর্বের চাইতে একটু ভিন্ন ভাবে উপস্থিত হয়েছে। প্রতি বছর এই মাস আমাদের কাছে আসে ভাষা আন্দোলনের আবেগ নিয়ে। ভাষা শহীদদের শ্রদ্বা ভরে সরন,২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে নানা ধরনে আনুষ্ঠান এবং সেই সাথে বই মেলার মধ্য দিয়ে এই মাসটি উৎযাপন করা হয়ে থাকে। কিন্তু এইবারের চিএ এক্কেবারেই ভিন্ন। ভাষার মাসের সাথে সাথে এইবারে ফেব্রুয়ারি মাসকে আমাদের দেশে ক্রিকেটের মাস হিসেবেও পালন করা হচ্ছে।
আপনারা নিশ্চয় জানেন যে আগামি ১৭ ফেব্রুয়ারি আমাদের দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর পর্দা উঠছে,যা ভাবতে গেলেই শরীরের লোম দাড়িয়ে যায়!আমাদের দেশে বিশ্বকাপ!তাও আবার নিজের শহরে!যে দিন থেকে ঘোষনা করা হল বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আনুষ্ঠিত হবে সেদিন থেকে ভাবতাম গ্যালারিতে বসে খেলা দেখছি আর বাংলাদেশ দলকে উৎসাহ দিচ্ছি। কিন্তু কথাই আছেনা "অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যাই..."আমার বেলাই তাই ঘটল। পেলাম না টিকেট। কি আর করার,কিন্তু তাই বলে তো আর বসে থাকা যাবে না। প্রস্তুতি নিছি বাংলাদেশ দলকে উৎসাহ দেবার জন্য।
গ্যালারিতে পারবোনা,তাতে কী?রাজপথ তো আছে?আপনিও যদি আমার মত একই পথের পথিক হন তাহলে আসুন না লাল-সবুজের পতাকা নিয়ে নেমে পড়ি আর চিৎকার করে বলি"কাপ তো ভাই একটাই,জিতবো যেতা আমরাই...!!!!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।