ভালো লাগে...ভালোবাসতে...
রুক্ষ শীতের এক বিকেলে...
উষ্ণ আবেশ নিয়ে,
এক জীবনে এসেছিলে তুমি...
শত বসন্ত হয়ে।
স্বপ্নের সব রঙ দিয়ে এঁকেছিলে ছবি...
ঘোর লাগা সেই স্বপ্নে,
হারিয়ে গিয়েছিলাম আমি।
সবই যেন অর্থহীন;
শুন্য,তোমায় ছাড়া...
বুঝতে পারেনি অবুঝ মন,
এরই নাম-' ভালোবাসা ' !
হঠাৎ করে যেমন এসেছিলে,
হঠাৎ করেই গেলে...
হয়তো নিজের অজান্তেই,
আমার মন নিয়ে গেলে!
স্তব্ধতার মাঝে নিজেকে হঠাৎ
হারিয়ে ফেল্লাম আমি...
হারিয়ে যাওয়া সেই পথের,
একলা পথিক আমি।
মনের মাঝে ভালোবাসা,
ডুক্রে কেঁদে ওঠে...
এক জীবনের সবকটি গোলাপ
দিয়েছিলাম তোমাকে...
সেই তুমি আমায় কখনো
বাসোনি তো ভালো।
সবই ছিল মরিচীকা...
শুধুই আমার ভ্রম!
জানি,কখনও বুঝবেনা তুমি,
আমার ভালোবাসা...
তবুও আমি বলে যাব
আমার মনের কথা...
এক জীবনের সব ভালোবাসা
দিয়েছিলাম তোমায়...
কখনও হলো না বলা-
" ভালোবাসি তোমায় ... "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।