আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে এবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু

আমি আমার মতো

মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আন্দোলনের নবম দিনে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে শুরু হওয়া সরকারবিরোধীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ এখন পর্যন্ত চলছে। রাতভর গোলাগুলিতে এ পর্যন্ত ৬ জন নিহত হ্ওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে। সর্বশেষ পাওয়া খবরে মোবারক সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর ক্ষুদে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করছে।

এখন পর্যন্ত এই সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত ও ছয় শতাধিক আহত হবার খবর জানিয়েছে বিবিসি। হতাহতদের অধিকাংশই সরকারবিরোধী। এর আগে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে বিক্ষোভকারিদের উদ্দেশে দেয়া বক্তব্যে একজন সেনা মুখপাত্র বলেন : দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক অস্থিরতার অবসান দরকার। কিন্তু আগামী শুক্রবারের মধ্যে পদত্যাগ না করলে ওইদিন আরো বড় আকারে বিক্ষোভের পরিকল্পনার কথা ঘোষণা দিয়ে আন্দোলন অব্যাহত রাখে বিক্ষোভকারীরা।

এর কিছুক্ষণ পরই সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থক ও ‘মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপির কর্মী ও সাদা পোশাকের পুলিশ বিদ্রোহ দমনে এ স্থানে হামলা করে। ’বেশ কয়েকটি দল ঘোড়া ও উটের পিঠে চড়ে এ সংঘর্ষে অংশ নেয় এবং অনেককে লাঠি ব্যবহার করতে দেখা যায়। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার বলেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর যে কোনো ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। '


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।